পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ থেকে পূর্ব দিকে প্রায় ২ কি.মি দূরে অবস্থিত। মোটরসাইকেল, ভ্যান কিংবা অটো দিয়ে খুব সহজেই যাতায়াত করা যায়।
মো: ইব্রাহিম খলিল, উদ্যোক্তা
পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ।
মোবাইলঃ+8801840396921
পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত নদী, চরভয়রা নদী" এই নদীটির উপর দিয়ে খুব ছোট্ট, সুন্দর একটি ব্রীজ রয়েছে, যা পূর্ব এবং পশ্চিম দিকে লম্বালম্বিভাবে রয়েছে। যেখানে প্রতিদিন বিকালে শত শত মানুষের উপচেপড়া ভীড় জমে। কেননা রৌদ্রজ্বল দিনে, কিংবা পূর্ণিমা রাতের উজ্জ্বল জ্যোৎস্নময় রাতে নদীটির দৃশ্য আরো কয়েক গুন বাড়িয়ে দেয়। যা মানুষের মনকে বিমোহিত করে। দুই পাড়ে সবুজ সোনালী ফসলের সমারোহ, পাল তুলে নৌকা নিয়ে জেলেদের মাছ ধরার দৃশ্য, ছবি আকার রং তুলিকেও হার মানিয়ে যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS