Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

০১। অবস্থান ও আয়তন

 পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদটি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় অবস্থিত। স্থানাঙ্ক ২৩ ডিগ্রী ৭’৫৭” উত্তর এবং ৯০ ডিগ্রী ২৬’২১ পূর্বে অবস্থিত। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর আয়তন ১০.৬৯ বর্গ কিলোমিটার। পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ডামুড্যা উপজেলার নওগাঁও গ্রামে অবস্থিত। কার্যালয়টি উপজেলা পরিষদ হতে ১.৫ কিলোমিটার এবং জেলা হেড কোয়াটার হতে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। উপজেলা এবং জেলা হেড কোয়াটারের সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ভাল। এই ইউনিয়নের উত্তরে সখিপুর থানার চর কুমারিয়া ইউনিয়ন, ভেদরগঞ্জ উপজেলার নারায়পুর ইউনিয়ন, দক্ষিণে গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়ন, পূর্বে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন, পশ্চিমে ডামুড্যা পৌর সভা ও দক্ষিণ-পশ্চিম কোণে (নৈঋত কোণে) শিধলকুড়া ইউনিয়ন এবং উত্তর-পশ্চিম কোণে (বায়ু কোণে) দারুল আমান ইউনিয়ন পরিষদ অবস্থিত।