আমাদের পূর্ব ডামুড্যা ইউনিয়ন এ কোন কলেজ নেই। তবে পূর্ব ডামুড্যা ইউনিয়নের প্রাণ কেন্দ্র, যা পরিষদ থেকে মাত্র ১.৫ কি.মি দূরে "আব্দুর রাজ্জাক সরকারি কলেজ" অবস্থিত।
যার পূর্ব নাম ছিল "পূর্ব মাদারীপুর কলেজ " সাম্প্রতিক সময়ে শরীয়তপুর-৩ এর সাবেক, এম.পি ও বিশিষ্ট রাজনীতি বিদ, সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী, আব্দুর রাজ্জাকের সুযোগ্য উত্তর সুরি, বর্তমান শরীয়তপুর-৩ এর সংসদীয় সদস্য, এম.পি, নাহিম রাজ্জাকের আপ্রাণ প্রজেষ্টায়, সরকারি করন এবং নাম পরিবর্তন করেনে সর্বোচ্চ ভূমিকা পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস